আলিফিয়া আলি
২২ মে থেকে ১০ জুন পর্যন্ত আমাদের গরমের ছুটি চলছিল৷ এইদিনগুলিকে কাটাবার জন্য আমরা ঠিক করেছিলাম বাড়িতে বসেই আনন্দ করে কাটাব৷ এই দিনগুলো যে কীভাবে চোখের পলকে এসে আবার চলে গেল তা ভালো করে ঠাহর করতে পারিনি৷ এই গরমের ছুটিতে বিশেষ কোথাও ঘুরতে যাইনি৷ স্কুলের দেওয়া গরমের ছুটির কাজ বাড়ির বারান্দায় বসে করতাম৷ মাঝে মধ্যে সময় পেলে মেয়েদের সাথে মাঠে খেলতে যেতাম৷ আবার কোনো কিছু বানিয়ে বা টিভি দেখেও সময় কাটাতাম৷ মনে হচ্ছিল যে সময়টা কাটছে না৷
তারপরেই বাবার কাছে গিয়ে বায়না ধরলাম নারায়ণপুরের ওয়াটার পার্কে যাওয়ার জন্য৷ সেখানে খুব মজা করেছিলাম৷ তবে সময়ের অভাবে জলে নামা হয়নি৷ তাই একটু মনটা খারাপ হয়েছিল৷ তারপর সেখান থেকে গেলাম মালদার এক্সপো মেলাতে৷ এখানে নানারকম খাবার খেলাম৷ দোকানে নানারকম জিনিস কিনে বাড়ি ফিরে এলাম৷ বাকি দিনগুলোতে আর কোথাও ঘুরতে যাইনি৷ সামনে ইদের জন্য বাজারে জামা কেনার জন্য গিয়েছিলাম৷ তারপর শুরু হয়ে গেল আমাদের স্কুল৷ আশা করব এবার নিশ্চয়ই সময় কাটবে৷
আলিফিয়া আলি
ষষ্ঠ শ্রেণি, সবুজ অবুজ শিশু অঙ্গন