ভিন রাজ্যের গাড়ির বেপরোয়া ভাবে ট্রাককে ধাক্কা
কালিয়াচকের ব্যস্ততম এলাকা চৌরঙ্গী মোড়। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মানুষজন দেখতে পান আচমকা মধ্যপ্রদেশের একটি গাড়ি বেপরোয়া ভাবে এসে এক ট্রাককে ধাক্কা মারে। অপরাধের জন্য অনুতপ্ত হওয়া দূরের কথা, উল্টে গাড়ি থেকে বেড়িয়ে দুই যুবক ট্রাক চালককে মারধর শুরু করে বলে অভিযোগ। স্থানীয়রা বাসিন্দারা ওই দুই যুবককে বাধা দিতে এলে শুরু হয়ে যায় বচসা। ওই দুই যুবককে গণপ্রহার দিয়ে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা যায় ওই দুই যুবকের নাম ময়ঙ্ক চান্দোয়ার এবং প্রিয়াঙ্ক চান্দোয়ার। উভয়ের বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। তাদের গাড়িতে সংবাদপত্র বাহন নামে একটি স্টিকারও লাগানো ছিল। যদিও পুলিশি তদন্তে সেই গাড়িটি কোন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত, তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ওই দুই যুবক। শুধু তাই নয়, গাড়িটিরও কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি ওই দুই যুবক বলে জানা গেছে। তাতে গাড়িটি আদৌ তাদের কিনা সেব্যাপারেও সন্দেহ দেখা দিয়েছে। ঘটনায় ধৃত দুই যুবককে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।
