লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ কনেযাত্রী গাড়ির
বউভাতের ভোজ খেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হল কনেযাত্রী বোঝাই একটি ছোটো গাড়ি৷ ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কনেযাত্রীদের গাড়িটি৷ গতকাল রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজোল থানার আট মাইল এলাকায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কনেযাত্রীদের গাড়ির চালকের৷ আহত হয়েছেন আরও ৮ জন৷ আহতদের মধ্যে রয়েছেন তিন মহিলাও৷ তাঁরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গাড়ি চালকের নাম বিনোদ কামাতি৷ বয়স ৪২৷ বাড়ি উত্তর দিনাজপুর জেলার কানকি গ্রামে৷ গত বৃহস্পতিবার সেই গ্রামের বাসিন্দা গোপাল মজুমদারের মেয়ের বিয়ে হয় হবিবপুর থানার বুলবুলচণ্ডী গ্রামের এক যুবকের সঙ্গে৷ শুক্রবার রাতে ছিল বউভাত৷ তাতে অংশ নিতে কানকি থেকে ৪টি ছোটো গাড়িতে বুলবুলচণ্ডী আসেন মোট ৩২ জন কনেযাত্রী৷ রাতের খাওয়া শেষে সকলেই বাড়ির দিকে রওয়ানা দিয়েছিলেন৷ আট মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি গাড়ির৷ ঘটনাস্থলেই মারা যান গাড়ি চালক বিনোদ কামাতি৷ সেই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়ে কনেযাত্রীদের দুটি গাড়ি৷ ছুটে আসেন জাতীয় সড়কে থাকা অন্যান্য গাড়ির চালক ও খালাসিরাও৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসা হয় মালদা মেডিক্যালে৷
মালদা মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে গোপাল মজুমদার (৪৫), বাপি মজুমদার (২৫), অরুন মজুমদার (৬৩) ও প্রদীপ মজুমদারের (৩৫) অবস্থা আশঙ্কাজনক৷ তাঁদের কলকাতা রেফার করা হয়েছে৷ তিন মহিলা সহ বাকি চারজনের আঘাত ততটা গুরুতর নয়৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ৷
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।