পৃথক তিনটি পথ দুর্ঘটনার বলি ২, চিকিৎসাধীন আরও ৩
মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প নিয়ে শহরে ধরপাকড় অব্যাহত থাকলেও রোখা যাচ্ছে না পথ দুর্ঘটনা। এদিন মালদায় পৃথক তিনটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আরও ৩। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

প্রথম ঘটনাটি ঘটেছে মালদার গোল থানার ১৬ মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মালদার গোল থেকে আম বোঝাই একটি ছোটো গাড়ি মুর্শিদাবাদ যাচ্ছিল। সেই সময় একটি ডাম্পার এর সাথে সংঘর্ষ হয়। এতে জ্যোতিষ হালদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত হয় চারজন। দুপুরবেলা মালদার মোথাবাড়ি থানার বিরামপুর এলাকায় দ্বিতীয় দুর্ঘটনায় প্রাণ হারান এক ব্যক্তি। ওই এলাকার বাসিন্দা আবদুল মান্নান সাইকেলে কাজে যাচ্ছিল সেই সময় মালদার মোথাবাড়ি থানার রাজ্য সড়কে একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুরাতন মালদার নলডুবি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন আরও দুই ব্যক্তি। স্থানীয় দুই বাসিন্দা সাইকেলে চেপে কাজে যাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারলে গুরুতর আহত হয় দুই জন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাঁদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে।
ছবিটি প্রতীকী।