লরির ধাক্কায় মৃত দুই, তদন্তে পুলিশ
লরির ধাক্কায় প্রাণ হারাল দুই বাইক আরোহী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সালেপুর এলাকার পার্শ্ববর্তী ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত দুই বাইক আরোহীর নাম রেজাউল করিম (৪৮) ও মোহম্মদ ওবায়দুল্লা (২৫)। রেজাউল করিম কালিয়াচক থানার আলিপুর গ্রামের বাসিন্দা অপরদিকে মোহম্মদ ওবায়দুল্লার বাড়ি কালিয়াচক থানার যদুপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ ওবায়দুল্লা অফিস যাওয়ার জন্য রেজাউল সাহেবের মোটর বাইকে ওঠেন। মোটর বাইকে চেপে দুই বাইক আরোহী বৈষ্ণবনগরের দিকে রওয়ানা হন। পথে হঠাৎ একটি পণ্যবাহী লরি মোটর বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। গুরুতরভাবে জখম হন দুজনেই। স্থানীয় তাঁদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবণতি হওয়ায় তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মৃত্যু হয় দুই আরোহীর।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
ভিডিয়োঃ কৃতাঙ্ক