পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু দুই ব্যবসায়ীর
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যবসায়ীর। সোমবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে মালদার কালিয়াচক থানার সাইলাপুর এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
মৃত ওই দুই ব্যবসায়ীর নাম আজিজুল ইসলাম এবং জাকির হোসেন। বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জের বাবুরবোনা এলাকায়। তাঁরা দুজনই ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর এলাকায় রপ্তানি বাণিজ্য ব্যবসার সাথে যুক্ত ছিল। জানা গেছে, ব্যবসার কাজ করে এদিন তাঁরা দুজন একটি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে কালিয়াচক থানার সাইদাপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি ১০ চাকার লরিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও চালক পলাতক। ঘটনার তদন্তের সঙ্গে চালকের খোঁজ শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।