পথ দুর্ঘটনায় মৃত দুই, আহত দুই
ভুটভুটির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই বাইক আরোহী। গুরুতর আহত আরও দুই৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সংলগ্ন তুলসিহাটা-কুশিদা রাজ্য সড়কে৷ আহত দুই যুবক বর্তমানে চিকিৎসাধীন৷

মৃত দুই যুবকের নাম ইন্দ্রজিৎ দাস (২৮) ও রাম দাস (৩০)৷ গুরুতর আহত হয়েছে আরেক বাইক আরোহী ও ভুটভুটি চালক৷ জানা গেছে, ওই তিন বাইক আরোহী বাড়ি ফিরছিলেন৷ সেই সময় মালবোঝাই ভুটভুটি তুলসীহাটা থেকে কুশিদা আসছিল৷ কুশিদা গ্রামপঞ্চায়েতের জয়বাংলা গ্রামের কাছে রাজ্য সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরবাইক ও ভুটভুটির৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রজিৎ ও রামের৷ গুরুতর আহত হন ভুটভুটি চালক সহ আরেক মোটরবাইক আরোহী৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কুশিদা হাসপাতালে ভর্তি করেন৷ গণানু রায়ের শারীরিক অবস্থায় অবণতি হলে তাকে কাটিহার মেডিকেলে স্থানান্তরিত করা হয়৷ এই ঘটনায় আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷
প্রতীকী ছবি।