নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত ১১
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চালক সমেত ১১ জন৷ আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ আজ ভোরে ঘটনাটি ঘটেছে গান্ধিঘাট সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে৷

আহতদের মধ্যে ন'জন হলেন বিকি রজক, জয়ন্ত দাস, রানা দাস, রিন্টু দাস, বুবাই দাস, পিকাই, সন্দীপ দাস, প্রসেনজিৎ দাস, জয়দেব দাস৷ বাকি দুজনের নাম এখনও জানা যায়নি৷ জানা গেছে, গতকাল গৌরাঙ্গ দাসের বিয়েতে ছোট গাড়ি ভাড়া করে ফরাক্কা গিয়েছিলেন বন্ধুরা৷ ফেরার পথে গান্ধিঘাট সংলগ্ন এলাকায় একটি টোটো(#Toto) গাড়িটির সামনে চলে আসে৷টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়৷ আহত হন চালক সমেত ১১ জন৷ স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে ফরাক্কা সিআইএসএফ মেডিকেল ক্যাম্পে নিয়ে যান৷ পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা৷
প্রতীকী ছবি।