ঘুমের ঘোরে লরির সঙ্গে পিক-আপ ভ্যানের সংঘর্ষ
ভোরবেলা দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে একটি পিক আপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল একজনের৷ গুরুতর আহত আরেকজন৷ এদিন দুর্ঘটনাটি ঘটেছে গাজোলের সবজি মান্ডি সংলগ্ন করলাভিটা এলাকায়৷ মৃত ও আহতকে দুর্ঘটনাগ্রস্থ লরি থেকে উদ্ধার করেন স্থানীয় মানুষজন৷ পরে মৃতদেহ উদ্ধার করে গাজোল থানার পুলিশ৷ আহতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে৷
ভোরবেলা দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে একটি পিক আপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল একজনের৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে ৪টা নাগাদ গাজোলের সবজি মান্ডিতে সবজি খালি করে করলাভিটায় ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়েছিল মালদামুখি একটি ছোটো লরি৷ সেই সময় বিএসএনএল-এর একটি পিক আপ ভ্যান বালুরঘাটের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল৷ হঠাৎ পিক আপ ভ্যানটি দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে৷ সংঘর্ষের শব্দে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন৷ তাঁরাই শাবল দিয়ে পিক আপ ভ্যানের দরজা ভেঙে পিক আপ ভ্যানের চালক ও খালাসিকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান৷ সেখানে চিকিৎসকরা খালাসিকে মৃত বলে ঘোষণা করেন৷ আশঙ্কাজনক অবস্থায় চালককে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়৷
গাজোল থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে, পিক আপ ভ্যানের খালাসি গাড়ি চালাচ্ছিলেন৷ পাশে বসেছিলেন চালক৷ ভোরে ঘুমের ঘোরেই খালাসি স্টিয়ারিং-এর নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারেন৷ মৃত খালাসির নাম সোনাই হালদার৷ বয়স ২৮৷ বাড়ি মালদা শহরের মালঞ্চপল্লি এলাকায়৷ আহত চালক রাজকুমার সিংহ (২৫) ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা৷ খালাসির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে৷