পণের দাবিতে গৃহবধূ খুন, অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
পণের দাবিতে গৃহবধূকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁচল-১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রামপঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ।
মৃত ওই বধূর নাম দীপান্বিতা সাহা (২৪))। বাড়ি মকদমপুর গ্রামপঞ্চায়েতের মোবারকপুর গ্রামে। পরিবারসূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে চাঁচল ১ ব্লকের ভগবানপুর জিপির ভগবানপুর গ্রামের বাসিন্দা, সবজি ব্যবসায়ী রাকেশ সাহার সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের ১৫ মাসের পুত্র সন্তান রয়েছে।
[ আরও খবরঃ গাজোলে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক ]
মেয়ের বাবা উত্তম সাহার অভিযোগ, সংসার করবে বলে মেয়ে সব অত্যাচার মুখ বুজে সহ্য করত। আমাদের বৃদ্ধ বাবা-মাকে বুঝতেই দেয়নি ওর ওপর কী অত্যাচার হয়েছে। টাকার প্রতি মেয়ের শ্বশুরবাড়ির লোকের খুব লোভ ছিল। বিয়ের সময় পণও দেওয়া হয়েছিল। তারপরেও দুই লক্ষ টাকার জন্য মেয়ের উপর প্রায়শই অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। আমার মেয়েকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারা হয়েছে।
উত্তমবাবুর স্ত্রী জয়শ্রী সাহা বলেন, গতকাল মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। মেয়ে কিছু বলেনি। বিকেল তিনটার সময় জানতে পারি, মেয়ের মৃতদেহ নাকি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী, ভাশুর ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।