কুশিদায় কংক্রিটের রাস্তা, কাটল দশ গ্রামের দুর্ভোগ
দীর্ঘ প্রতীক্ষার পর হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বাংলা-বিহার সীমান্তবর্তী রাস্তার কাজের সূচনা হল বৃহস্পতিবার। ৭ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে চার কিলোমিটার লম্বা কংক্রিটের রাস্তা নির্মিত হবে। এই রাস্তা নির্মাণ হওয়ার ফলে উপকৃত হবে ১০ থেকে ১২টি গ্রামের মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিটিশ আমল থেকে রাস্তাটি সংস্কার হয়নি। জরুরী কাজে কুশিদা, তুলসিহাটা, হরিশ্চন্দ্রপুরে আসার একমাত্র উপায় ছিল এই কঙ্কালসার চেহারার রাস্তাটি। পড়ুয়া, ব্যবসায়ী, সাধারণ মানুষ সব মিলিয়ে রাস্তা দিয়ে দৈনিক তিন থেকে চার হাজার মানুষের যাতায়াত বাংলা বিহার সীমান্তবর্তী ভাটোলখলিফা ঘাট থেকে মধ্যপুরা হয়ে বিনাটুলি পর্যন্ত এই রাস্তা দিয়ে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা সংস্কারের। অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি তাঁরা। এর ফলে চোচপাড়া, মিলনগড়, ভাটল, মধ্যপুরা সহ দশ থেকে বারোটি গ্রামের মানুষ উপকৃত হল।
[ আরও খবরঃ দুর্গাপুজোর বায়না নেই তবু প্রতিমা গড়ছেন পটুয়া ]
জেলাপরিষদ সদস্য সন্তোষ চৌধুরি জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কারের। স্থানীয়দের দাবি মেনে ৭ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে চার কিলোমিটার দীর্ঘ এই রাস্তার সংস্কারের কাজের সূচনা হল আজ।