হরদমনগরে বন্যার জলের স্রোতে তলিয়ে গেল বালক
বন্যার জলের স্রোতে ভেসে গেল এক বালক। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর দুই নং ব্লকের হরদমনগরে। বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফেরার সময় বন্যার জলের স্রোত অরিন্দম দাস নাম এক বালককে ভাসিয়ে নিয়ে যায়। হরদমনগর থেকে বেশ কিছুটা দূরে তাঁর মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীরা। প্রসঙ্গত বেশ কিছু দিন থেকে বন্যার জলে ডুবে আছে হরদমনগরের বাসিন্দারা। গ্রামের লোকেদের অভিযোগ, চলাচলের জন্য কোনো নৌকার ব্যবস্থা করা হয়নি স্থানীয় দৌলতনগর পঞ্চায়েত থেকে। মৃতদেহ উদ্ধারের পর দৌলতনগর পঞ্চায়েতে সামনে মৃতদেহ রাস্তার উপর রেখে অবরোধ করেছে হরদমনগর গ্রামের বাসিন্দারা।
গুগল ম্যাপে হরদমনগর
Tags:
3 views