মালদায় এল ভাদোহির বিস্ফোরণে মৃত শ্রমিকদের কফিন
অবশেষে উত্তরপ্রদেশের ভাদোহিতে বিস্ফোরণে মৃত ৯ শ্রমিকের কফিন বন্দি দেহ এসে পৌঁছল মানিকচকে। এনায়েতপুর ফুটবল ময়দানে এদিন মৃত শ্রমিকদের শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা করা হয়। মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ জেলার বিভিন্ন আধিকারিকরা এই শোকসভায় উপস্থিত ছিলেন। যদিও রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর আসার কথা থাকলেও তিনি মানিকচকে আসেননি। এদিনের শোকসভাতে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। সমস্ত প্রথা মেনেই মৃতদেহগুলিকে কবরস্থ করা হয়।
গত ২৩ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের ভাদোহিতে বিস্ফোরণে মৃত্যু হয় মালদার মানিকচকের ৯ জন কার্পেট শ্রমিকের। গতকাল রাতে শ্রমিকদের মৃতদেহগুলি মালদা মেডিকেল কলেজে এসে পৌঁছয়। এদিন ওই শ্রমিকদের কফিন বন্দি দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক, জেলা পরিষদ থেকে ২০ হাজার টাকা ও সমব্যথি প্রকল্পের আওতাভুক্ত করা হয়। গ্রাম পঞ্চায়েত থেকে ১০ হাজার টাকা করেও দেওয়া হয় মৃত শ্রমিকদের পরিবারকে।