৬ হাজার শ্রমিকের জন্য সাড়ে পাঁচ কোটি অনুদান
অসংগঠিত শ্রমিকদের উন্নতিকল্পে পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করছে, যেমন- ভবিষ্যনিধি প্রকল্প, স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, নির্মাণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প, পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প, বিড়ি শ্রমিক কল্যাণ প্রকল্প ইত্যাদি। এই প্রকল্পগুলি থেকে যে অনুদান দেওয়া হয় সেগুলির পরিমান এবং তা পাবার জন্য যোগ্যতার মাপকাঠি এক একটি প্রকল্পে এক এক রকম। অনুদানের ধরণগুলিও আবার সব প্রকল্পে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই প্রকল্পগুলি শ্রমিকদের কাছে সহজ ও বোধগম্য করে তোলার জন্য, এগুলিকে একত্র করার একটি-ই মাত্র প্রকল্পে পরিণত করে, সকল শ্রমিককে সমান সুবিধা দেবার উদ্দেশ্য নিয়ে ১ এপ্রিল থেকে ‘সামাজিক সুরক্ষা যোজনা-২০১৭’ সমগ্র পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে। এটি শ্রম দপ্তর দ্বারা প্রজ্ঞাপিত অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশার অনুমোদিত তালিকার প্রত্যেক যোগ্য অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য।
বৃহস্পতিবার সকালে সানাউল্লাহ মঞ্চে এক অনুষ্ঠানে শ্রম দপ্তরের উদ্যোগে সকল শ্রেণির অসংগঠিত শ্রমিকদের অভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা জিজ্ঞাসা-২০১৭ এর অন্তর্ভুক্ত আর্থিক সহায়তা প্রদান প্রকল্পের সূচনা করলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) পদম সুনম, শ্রম দপ্তরের উপ অধিকর্তা আজিজুর হক সহ শ্রম দপ্তরের বিভিন্ন অধিকারীকগণ।

উপ অধিকর্তা বলেন এই প্রকল্পে এখন থেকে শুধু শ্রমিক নয়, তার পরিবারও স্বাস্থ্য, মৃত্যু, দুর্ঘটনা, শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তা লাভ করবেন। তিনি আরও জানান, ইতিমধ্যে যারা বিভিন্ন শ্রমিক সুরক্ষা প্রকল্পে নাম লিপিবদ্ধ করেছিলেন তাদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত কোর্স হয়েছে তবে তাদের এই যোজনাভুক্ত আর একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে অতিরিক্ত তথ্য জমা দিয়ে আবেদন করতে হবে। প্রতিটি নথিভুক্ত শ্রমিককে সামাজিক মুক্তি কার্ড প্রদান করা হবে। অতিরিক্ত জেলাশাসক পদম সুনম বলেন জেলার সমস্ত অসংগঠিত শ্রমিকের সামাজিক সুরক্ষা প্রদানে জেলা প্রশাসন দায়বদ্ধ। ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন যে তাঁর বিধানসভা কেন্দ্রে ৬ হাজার শ্রমিকের জন্য সাড়ে পাঁচ কোটি টাকা অনুদান দেওয়া হবে। বিভিন্ন বিধানসভা কেন্দ্রের একই ভাবে এই প্রকল্প চালু করা হবে।