Search
ইলেকট্রিকের তার চুরি করতে গিয়ে পুলিশের জালে ধৃত তিন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 10, 2020
- 1 min read
রাতের অন্ধকারে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে পুলিশের জালে তিন দুষ্কৃতী। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে চাঁচলে। ধৃতদের হেপাজত থেকে ১১ হাজার ভোল্টের তার সহ একটি পিকআপ ভ্যান ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

ধৃতদের নাম আজাদ আলি (৩০), আলমগির (২৪) ও মুক্তার আলম (২১)। ধৃতরা হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া রহমতপুর ও চাঁচল থানার খেলেনপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন ভোররাতে চাঁচলের নলকটিয়া এলাকা থেকে বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তার চুরি করে চম্পট দিচ্ছিল দুষ্কৃতীরা। সেই সময় চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তিন দুষ্কৃতীদের ধরে ফেলে। ধৃতদের হেপাজত থেকে ১১ হাজার ভোল্টের ১ হাজার ৩৭ মিটারের অ্যালুমিনিয়ামের তার, একটি পিকআপ ভ্যান সহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।
[ আরও খবরঃ আমবাজারে মিলল ব্রাউন শুগার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti