রায়পুর থেকে গ্রেফতার ১৮ জন গরু পাচারকারী

মাত্র ২৪ ঘন্টা সময় অতিক্রান্ত হতে না হতেই আবার গরু পাচারের ঘটনা ঘটল। এবারে ঘটনাস্থল পুরাতন মালদার সাহাপুর পঞ্চায়েতের অধীন রায়পুর এলাকা। তবে এবারে গরুর সঙ্গে পাকড়াও পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রায়পুর এলাকায় মহানন্দা নদীর ঘাটে আচমকা হানা দেয় মালদা থানার পুলিশ। সেখান থেকে পুলিশ গ্রেফতার করে ১৮ জন গরু পাচারকারীকে। জানা গিয়েছে, তাদের মধ্যে ২ জন পাচারকারী বাংলাদেশি নাগরিক। এছাড়াও পুলিশ ওই জায়গা থেকে উদ্ধার করে ১১ টি গরু, ২ টি ছোটাহাতি গাড়ি ও ৩ টি মোটরবাইক। ধৃতদের বাড়ি কালিয়াচক, পুরাতন মালদা, ইংরেজবাজার, বৈষ্ণবনগর, হবিবপুরের থানার বিভিন্ন এলাকায়। ধৃতদের প্রত্যেককে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে পুলিশ সুত্রে খবর।
4 views