top of page
কালিয়াচক
রাজ্যপালের কাছে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি শরনার্থীদের
মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এখনও ঘরছাড়া বহু পরিবার। তাঁদের একাংশের আশ্রয় হয়েছ ে বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুল। গত শুক্রবার দুর্গতদের সঙ্গে দেখা করতে যান জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। ঘরহারা ওই পরিবারগুলির সঙ্গে দেখা করেন রাজ্যপালও। গতকালই দুর্গতদের একাংশ কমিশন ও রাজ্যপালকে সাফ জানিয়েছিলেন স্থায়ী বিএসএফ ক্যাম্প না হলে তাঁরা ঘরে ফিরবেন না। দুর্গতদের কথামতো আশ্বাসও দিয়েছিলেন রাজ্যপাল।
2
মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রীকেই দোষারোপ ইশার
ইমাম-মোয়াজ্জিনের সভা থেকে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে দক্ষিণ মালদার সাংসদকে নিশানা করেছিলেন মু খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পালটা মুখ্যমন্ত্রীর কাঁধেই গোটা ঘটনার দায়িত্ব চাপিয়েছেন ইশা খান চৌধুরী। এই ঘটনার পেছনে রাজনৈতিক খেলা রয়েছে বলেও দাবি করেছেন তিনি। মোথাবাড়িতে বেলাগাম মন্তব্য করায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন কোতওয়ালি পরিবারের এই জন প্রতিনিধি।
31
রেশমি পোশাকের স্বপ্নে জেলাবাসী
নতুন বছর, নতুন আশা৷ আমের গর্বে গরবিনী মালদা৷ কবে থেকে, জানে না কেউ৷ অনেকে আবার এটাও জানে না যে আমেরও আগে এই জেলার গর্ব ছিল রেশম৷ মালদার রেশম একসময় সিল্ক রুট ধরে পাড়ি দিত তিব ্বত থেকে শুরু করে একাধিক দেশে৷ একটা সময় এই জেলার রেশম সুতোর তৈরি জামাকাপড় মুঘল বাদশাহ থেকে শুরু করে তাঁদের বেগমদের গায়েও শোভা পেত৷ তার প্রামাণ্য নথিও রয়েছে৷ তবে সেসব এখন সোনালি অতীত৷ পরবর্তী সময়ে বিভিন্ন কারণে ভাটা আসতে শুরু করে এই শিল্পে৷ মুখ ফিরিয়ে নিতে শুরু করেন রেশম চাষিরা৷
4
পৃথক কর্মসূচি নিয়ে মালদায় শুভেন্দু-দিলীপ
একই দিনে মালদায় গেরুয়া শিবিরের দুই রাজ্য নেতা। একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে দিলীপ ঘোষ। দু’জনের গলাতে ই শোনা গিয়েছে হিন্দুত্বের সুর। আর এনিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনে হিন্দুত্বের তাস খেলেই ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির? তবে রাজ্যস্তরের দুই নেতা জেলায় একসঙ্গে থাকলেও দু’জনকে একসঙ্গে দেখা না যাওয়ায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
8