আমাদের মালদা ডিজিট্যাল

Mar 2, 2023

মহিলার চোখে জ্যান্ত কৃমি, সফল অস্ত্রোপচার

চোখ থেকে জল পড়া কমছিল না কোনোমতেই। পরীক্ষা করে চিকিৎসকেরা জানতে পারেন, ওই মহিলার ডান চোখের মণির পাশে একটি কৃমি রয়েছে। অবশেষে গতকাল মালদা শহরের সর্বমঙ্গলাপল্লি এলাকায় একটি চক্ষু সেবাকেন্দ্রে অস্ত্রোপচার করে চোখ থেকে কৃমি বের করেন চিকিৎসকরা।

অস্ত্রোপচার করে চোখ থেকে কৃমি বের করেন চিকিৎসকরা

মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ এলাকার বাসিন্দা আকলামা বেওয়া। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে তাঁর ডান চোখ থেকে ক্রমাগত জল পড়ছিল। গত সোমবার থেকে চোখে প্রবল ব্যথা শুরু হয় তাঁর। চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী পরীক্ষা করার পর দেখা হয় তাঁর ডান চোখের মণির পাশে ৫ মিলিমিটারের একটি জ্যান্ত কৃমি ঘোরাফেরা করছে। এই কৃমির কারণে চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারানোর আশঙ্কা ছিল। এমনকি এই কৃমি ব্রেনে পৌঁছে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারত ওই মহিলার।

অবশেষে গতকাল রাতে চক্ষু চিকিৎসক ডা. ধূর্জটি রায়, ডা. রাশি রায় ও ডা. সাগ্নিক দাস যৌথভাবে অস্ত্রোপচার করে ওই কৃমি বের করেন।

চিকিৎসকরা জানাচ্ছেন,

অস্ত্রোপচারের পর ওই মহিলা পুরোপুরি সুস্থ রয়েছেন। তবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাঁকে নজরদারিতে রাখা হবে। পাশাপাশি শরীরের আরও কোথাও কৃমি বা ডিম্বাণু রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন