আমাদের মালদা ডিজিট্যাল

Aug 7, 2019

মানসিক ভারসাম্যহীনকে ঘরে ফেরাল স্বেচ্ছাসেবী সংস্থা

Updated: Aug 14, 2020

রেলস্টেশন থেকে এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। গোটা ঘটনায় ওই স্বেচ্ছাসেবী সংস্থার প্রশংসা করেছে হবিবপুর থানার পুলিশ।

মানসিক ভারসাম্যহীনকে ঘরে ফেরাল স্বেচ্ছাসেবী সংস্থা

মানসিক ভারসাম্যহীন এই ভবঘুরের নাম তুলসী কুমার। বাড়ি বিহারের মুঙ্গেরের কামারগ্রামে। স্বেচ্ছাসেবী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সিঙ্গাবাদ স্টেশনে ওই মানসিক ভারসাম্যহীন যুবককে অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাঁকে উদ্ধার করে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় সংগঠনের পক্ষ থেকে। পরে হবিবপুর থানার পুলিশের সহযোগিতায় ওই মানসিক ভারসাম্যহীন ভবঘুরের নাম পরিচয় জানা যায়। জানা যায়, তুলসী কুমার নামে ওই যুবক তিন বছর আগে হারিয়ে যায়। সংগ্রামপুর থানায় পরিবারের লোকজন তুলসীর মিসিং ডায়ারি করেন। বহু খোঁজাখুজির পরও খোঁজ মেলেনি তাঁর। অবশেষে আজ বিকেলে বিহার পুলিশ ও হবিবপুর থানার পুলিশের সহযোগিতায় তুলসীকে পরিবারের হাতে তুলে দেয় স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন।

প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন