আমাদের মালদা ডিজিট্যাল

Oct 7, 2023

রাস্তা ও ড্রেনের দাবিতে রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীর

জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে ড্রেন ও রাস্তার দাবিতে টায়ার জ্বালিয়ে রাজ্যসড়ক অবরোধ মোথাবাড়িতে। ঘণ্টা দুয়েক অবরোধের পর প্রধানের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি থানার অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।

রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কমলপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। জমা জলে যাতায়াত করতে করতে চর্ম রোগ দেখা দিচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। ব্লকে বিষয়টি জানানো হলেও কোনো ফল মেলেনি। বাধ্য হয়ে ওই এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে রাজ্য সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মোথাবাড়ি থানার পুলিশ। পরে রথবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রাম পঞ্চায়েত প্রধান ৪৫ দিনের মধ্যে এলাকার রাস্তা ও ড্রেন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন