আমাদের মালদা ডিজিট্যাল

Aug 28, 2021

ভিড়ে ধাক্কাধাক্কিতে টিকা দেওয়া বন্ধ থাকল

করোনার টিকাকরণ কেন্দ্রে ব্যাপক বিশৃঙ্খলার জেরে বন্ধ করা হল টিকাকরণের কাজ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকচকের চৌকি মিরদাদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনার টিকা নিতে মানিকচকের চৌকি মিরদাদপুর স্বাস্থ্যকেন্দ্রে সকাল থেকে ভিড় বাড়তে শুরু করে। একসময় ভিড়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। সকাল এগারোটা নাগাদ স্বাস্থ্যকর্মীরা টিকাকরণ কেন্দ্রে এলে বিশৃঙ্খলার জেরে কেন্দ্রে প্রবেশ করতেই পারেনি বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয় ভ্যাকসিন দেওয়ার কাজ। ঘটনা নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[ আরও খবরঃ ভুয়ো স্টিকার লাগানো গাড়ি ধরপাকড় অভিযানে ট্র্যাফিক পুলিশ ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন