আমাদের মালদা ডিজিট্যাল

Feb 1, 2018

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, গ্রেস নম্বর দিয়ে পাস

Updated: Feb 27, 2023

দীর্ঘ টালবাহানা, ছাত্র বিক্ষোভের পর গত ২৮ নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের ফল প্রকাশিত হয়৷ কিন্তু প্রকাশিত ফলে বিস্তর অসঙ্গতি ধরা পড়ায় ফের শুরু হয় ছাত্র বিক্ষোভ৷ এমনকি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরও চালান ক্ষিপ্ত পড়ুয়ার দল৷ এদিকে ফল প্রকাশের তিনদিনের মাথায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেন উপাচার্য স্বাগত সেন৷ গোটা ঘটনায় তিনি একটি তদন্ত কমিটি গঠন করেন৷

জানা গিয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট ইতিমধ্যেই উপাচার্যের কাছে জমা পড়েছে৷ সূত্রের খবর, রিপোর্ট দেখে মাথায় হাত পড়েছে খোদ উপাচার্যেরও৷ রিপোর্টে বলা হয়েছে, অসংখ্য পড়ুয়াকে গ্রেস নম্বর দিয়ে পাস করানো হয়েছে৷ এতে অনেক ফেল করা ছাত্রছাত্রীও উতরে গিয়েছে৷ সব দেখেশুনে পুরোনো প্রকাশিত ফল বাতিল করে নতুন ফলাফল প্রকাশের কথা চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন, ছাত্রছাত্রীরা উত্তরপত্রে যে নম্বর পেয়েছেন, তার সঙ্গে প্রকাশিত ফলে বিস্তর অসঙ্গতি রয়েছে৷ সর্বোচ্চ ৮ নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হয়েছে অন্তত ১০ হাজার পরীক্ষার্থীকে৷ যা পুরোপুরি অবৈধ৷ নিয়ম অনুযায়ী স্নাতক বা স্নাতকোত্তরস্তরের চূড়ান্ত পরীক্ষায় সফল পরীক্ষার্থীদেরই গ্রেস নম্বর দেওয়া যায়৷ যদি কোনো পরীক্ষার্থী দু’এক নম্বরের জন্য প্রথম শ্রেণি না পান, তবে তাঁকে সেই নম্বর গ্রেস দেওয়া যেতে পারে৷ কিন্তু সেক্ষেত্রেও এগ্জামিনেশন কমিটিকে উপাচার্য কিংবা ইউনিভার্সিটি কাউন্সিলের কাছ থেকে অনুমতি নিতে হবে৷ কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন