আমাদের মালদা ডিজিট্যাল

May 17, 2019

শাসকদলের আশ্বাসে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন প্রত্যাহার

Updated: Sep 17, 2020

অবশেষে ছাত্র আন্দোলন প্রত্যাহার করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷শাসকদলের জেলা নেতৃত্বের হস্তক্ষেপে আজ বিকেলে সেই আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা৷ এর ফলে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে চলা অচলাবস্থার অবসান ঘটল।

তৃণমূল নেতৃত্বের আশ্বাসে নিজেদের আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন পড়ুয়ারা

আজ বিকেলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয় তৃণমূলের এক প্রতিনিধিদল৷ সেই দলে ছিলেন উত্তর মালদার সাংসদ মৌসম নূর, ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার উপ পৌরপ্রধান বাবলা সরকার, যুবনেতা অম্লান ভাদুড়ি প্রমুখ৷ তাঁরা উপাচার্যের ঘরে অবস্থানরত আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন৷ পড়ুয়াদের তাঁরা আশ্বাস দেন, সরকারি তরফে তাঁদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে৷ কিন্তু বিশ্ববিদ্যালয়কে এমন অচলাবস্থার দিকে ঠেলে দেওয়া তাঁদেরও উচিত নয়৷ এরপরেই আন্দোলনরত পড়ুয়ারা তৃণমূল নেতৃত্বের আশ্বাসে নিজেদের আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

পড়ুয়াদের পক্ষ থেকে বলা হয়েছে, শাসকদলের আশ্বাসে তাঁরা আপাতত নিজেদের আন্দোলন প্রত্যাহার করলেন৷ বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে এক ছাত্রকে বেআইনিভাবে ভর্তি নেওয়া হয়েছে৷ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে উপাচার্য ও রেজিস্ট্রারের কথায় কিছু গুণ্ডা তাঁদের উপর হামলা চালায়৷ রেজিস্ট্রার নিজে ছাত্রীদের গায়ে হাত দেন৷ আজ তৃণমূল নেতৃত্ব তাঁদের আশ্বাস দিয়েছে, এই ঘটনায় যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে৷ তাঁরা নেতৃত্বের কথায় ভরসা রেখেছেন৷ কিন্তু নিজেদের দাবি পূরণ না হলে তাঁরা ফের আন্দোলন শুরু করবেন৷