আমাদের মালদা ডিজিট্যাল

Sep 9, 2023

১ কেজি ৭০০ গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত দুই

১ কেজি ৭০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারীকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের মধ্যে একজন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। ধৃতদের আজ ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচক থানার মোজমপুর সংলগ্ন ইমাম জায়গির গ্রামে হানা দেয় সিআইডির একটি দল৷ তথ্য অনুযায়ী দুই যুবকের হেপাজত থেকে উদ্ধার হয় ৭০০ গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার করা হয় ওই দুই যুবককে। ধৃতদের নাম সাফিকুল শেখ (৪৩) ও জেনারুল হক (২৪)। সাফিকুল কালিয়াচকের ইমাম জায়গির এলাকার বাসিন্দা। জেনারুলের বাড়ির দক্ষিণ দিনাজপুরের তপন থানার লক্ষ্মীপুর গ্রামে। পাশাপাশি গতকাল রাতেই কালিয়াচকের কিসমতপুর গ্রামেও হানা দেয় সিআইডি। সেখান থেকেও উদ্ধার হয় ১ কেজি ব্রাউন সুগার। এই এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

উল্লেখ্য, দুদিন আগেই কালিয়াচকেরই নারায়ণপুর গ্রামে হানা দিয়ে ৮৭০ গ্রাম ব্রাউন সুগার একটি আগ্নেয়াস্ত্র সহ দুই কারবারীকে গ্রেফতার করেছিল সিআইডি। সেই ঘটনার পর ফের ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে পুজোর আগে ফের মাদক কারবারীকে সক্রিয় হয়ে উঠেছে।