আমাদের মালদা ডিজিট্যাল

Aug 27, 2019

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি মাত্রা ছাড়িয়েছে: মোস্তাক

Updated: Sep 17, 2020

মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব ও ছাত্র পরিষদের পক্ষ থেকে ১৪ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের মালদা জেলা সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালীসাধন রায়, মালদা জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি আসিফ শেখ সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা।

বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ করে বিদ্যালয়ের উপাচার্যের হাতে ১৪ দফা দাবি সম্বলিত ডেপুটেশন তুলে দিল মালদা জেলা কংগ্রেস ও ছাত্র পরিষদ। এবিষয়ে কংগ্রেসের মালদা জেলা সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম জানান, বিগত কয়েকদিনে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি মাত্রা ছাড়িয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুর্নীতি রুখতে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে তাঁরা আজ ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন। মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেনের হাতে ১৪ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। দাবিগুলি মানা না হলে পরবর্তীতে তাঁরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন।