আমাদের মালদা ডিজিট্যাল

Jul 29, 2021

পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের অস্তিত্ব নেই: সায়ন্তন

প্রধানমন্ত্রী অনেকেই হতে চান। বিজেপিকে ঠেকাতে সমস্ত দল এক হচ্ছে। তবে কিছুই লাভ হবে না। পশ্চিমবঙ্গের বাইরের মানুষ তৃণমূল কংগ্রেসকে চেনেন না। মালদায় চায়ে-পে-চর্চা কর্মসূচি শেষে মন্তব্য সায়ন্তন বসুর।

উত্তর দিনাজপুরের দলীয় কার্যক্রম শেষে কলকাতা যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় চায়ে-পে-চর্চা কর্মসূচিতে অংশ নেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। দলীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করেন তিনি। পথচলতি মানুষের হাতে তুলে দেন মাস্ক। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখার্জি, বিজেপি নেতা অম্লান ভাদুড়ী সহ অন্যান্য নেতৃত্ব।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তনবাবু বলেন, বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে সমস্ত রাজনৈতিক দলগুলি এক হচ্ছে। কিন্তু এতে লাভ হবে না। আর রাজ্যের শাসকদলকে পশ্চিমবঙ্গের বাইরের কোনও মানুষ চেনে না। ২০১৯ সালেও সেই চেষ্টা হয়েছিল। কিন্তু লাভ হয়নি। ২০২৪ সালেও হবে না।

[ আরও খবরঃ এশিয়া সেরা সুন্দরীর দৌড়ে মালদার মেয়ে মধুপর্ণা ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন