আমাদের মালদা ডিজিট্যাল

Aug 6, 2019

বাংলাদেশে পাথর রফতানি বন্ধে সমস্যায় ব্যবসায়ীরা

Updated: Nov 2, 2020

আপেল, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য প্রতিদিন বাংলাদেশে রফতানি হয় মহদীপুর স্থলবন্দর দিয়ে। এর সাথে গত কয়েক বছর ধরে যুক্ত হয়েছে বাংলাদেশে পাথর রফতানি। জেলার অনেক ব্যবসায়ী এই পাথর রফতানির সাথে যুক্ত। গত এক মাস হল বাংলাদেশে পাথর রফতানি বন্ধ। এই ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে পাথর রফতানির অচলাবস্থা কাটাতে উদ্যোগ নিলেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। তিনি জানান, আইনি জটিলতায় এক মাস ধরে অচলাবস্থা দেখা দিয়েছে পাথর রফতানিতে। এর ফলে সমস্যায় পড়েছেন জেলার পাথর ব্যবসায়ী এবং লরির মালিকরা।

মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন সম্পাদক আরও জানালেন, পাথর রফতানিতে অচলাবস্থা কাটাতে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং বাংলাদেশের পাথর ব্যবসায়ীদের সাথে আলোচনা করার সাথে সাথে লিখিতভাবেও বিষয়টি জানানো হয়েছে। তিনি আশা করছেন খুব শীঘ্রই এই অচলাবস্থা কেটে যাবে এবং বাংলাদেশে আবার পাথর রফতানি শুরু হবে।