আমাদের মালদা ডিজিট্যাল

Nov 7, 2022

কোটি কোটি টাকা থেকে নজর সরাতে বাংলা ভাগের খবর ছড়ানো হচ্ছে: সুকান্ত

কোটি কোটি টাকা চুরি ধরা পড়েছে, তা থেকে চোখ ঘোরানোর জন্য অনেক চেষ্টা চলছে৷ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল করার মতো খবর ভাসিয়ে দেওয়া হচ্ছে৷ এসব নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনও কথা হয়নি৷ চুরি ধরা পড়ায় তৃণমূলের যে ড্যামেজ হয়েছে, তা মেরামত করতেই এসব উড়িয়ে দেওয়া হচ্ছে। মালদায় সাংগঠনিক বৈঠকে এসে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে রাজনৈতিক শিবিরগুলিতে। প্রস্তুতি শুরু হয়েছে গেরুয়া শিবিরেও। আজ সাংগঠনিক জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক সারলেন উত্তরপ্রদেশের ভোট কৌশলী সুনীল বনশল ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত জানান, সংগঠনকে শক্তিশালী করতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল বৈঠক করতে এসেছেন৷ গতকাল শিলিগুড়িতে প্রথম বৈঠক হয়েছে৷ আজ মালদার দুটি সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক হল৷ আগামীকাল রায়গঞ্জে দুই দিনাজপুরের নেতৃত্বকে নিয়ে তিনি বৈঠক করবেন৷ পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (পিএফআই) এখনও নিষিদ্ধ ঘোষণা করেনি৷ রাজ্য সরকার চাইছে, পশ্চিমবঙ্গে এমন জঙ্গি গোষ্ঠীগুলির বাড়বাড়ন্ত হোক৷ অনশন চালানো বেকার যুবক যুবতীদের ওপর বিভিন্নভাবে চাপ তৈরি করে অনশন কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার৷ ক্যামেরার সামনে কোটি কোটি টাকা চুরি ধরা পড়েছে। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল করার মতো খবর ভাসিয়ে মানুষের চোখ ঘোরানোর চেষ্টা চলছে৷ কিন্তু মানুষ সব বুঝতে পারছে৷

বাংলা-ভাগ ইশ্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরির, অনন্ত মহারাজকে গ্রেফতারির দাবি প্রসঙ্গে সুকান্ত জানান, অধীরবাবুর কথায় গুরুত্ব দিয়ে লাভ নেই৷ এখানে কংগ্রেস বলেই কিছু নেই৷

[ আরও খবরঃ মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু ব্যক্তির, আহত স্ত্রী সহ মেয়ে ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন