অনিরুদ্ধ দাশগুপ্ত

Nov 26, 2019

রতুয়ায় একসাথে তিন কন্যাসন্তান প্রসব!

Updated: Dec 5, 2019

রতুয়া গ্রামীণ হাসপাতালে এক প্রসূতির সফলভাবে তিন কন্যাসন্তান প্রসব। গ্রামীণ হাসপাতালে এধরণের ঘটনা বিরল। সফল প্রসবের উদাহরণ দিয়ে গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা প্রসূতিদের হাসপাতালে প্রসবের আবেদন জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রতুয়া থানার ভাদো গ্রামের বাসিন্দা আলেপনুর বিবির মঙ্গলবার সকালে হঠাৎ প্রসববেদনা ওঠে। পরিবারের সদস্যরা তাঁকে রতুয়া গ্রামীণ হাসপাতালের ভরতি করানোর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথেই একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই প্রসূতি মহিলা। হাসপাতালে নিয়ে আসার পর প্রসূতি বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে আরও দুটি কন্যাসন্তান প্রসব করেন ওই মহিলা। পথে সন্তান প্রসবের পরেও চিকিৎসকরা সফলভাবে ওই মহিলার প্রসব প্রক্রিয়া সম্পন্ন করেন। (#MultipleBirth)

এপ্রসঙ্গে রতুয়া ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক মাসুদ রহমান জানান, রতুয়া হাসপাতালে এই প্রথম তিনটি সন্তান প্রসব হল। এই প্রসবের ঘটনা থেকে বোঝা যায় রতুয়া হাসপাতালে আগের থেকে অনেক উন্নত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে তাঁর আবেদন, প্রসূতিদের হাসপাতালে নিয়ে এসে প্রসব করান। এতে প্রসূতির সঙ্গে নবজাতক শিশুর প্রাণের ঝুঁকি অনেকটাই কমে যায়।