আমাদের মালদা ডিজিট্যাল

Sep 19, 2019

গণপিটুনি একাদশ শ্রেণির ছাত্রকে, মাথায় আঘাত

Updated: Sep 25, 2020

দুষ্কৃতী সন্দেহে একাদশ শ্রেণির ছাত্রকে গণপিটুনির অভিযোগ উঠল। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কোতোয়ালির আরাপুরে। এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রের পরিবারের লোকজন।

আক্রান্ত ছাত্রের নাম অভিজিৎ কুমার। বাড়ি মালদা শহরের সুকান্ত পল্লিতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকর্মা ঠাকুর দেখতে গিয়েছিল অভিজিৎ। কোতোয়ালির একটি পেট্রোল পাম্পে তেল নিয়ে রাস্তায় উঠতেই একদল লোকজনকে ঝামেলা করতে দেখে অভিজিৎ। অভিযোগ, মোটরবাইক থামিয়ে ঘটনাস্থলে যেতেই বাঁশ লাঠি নিয়ে অভিজিৎকে মারধর শুরু করে স্থানীয় বাসিন্দারা। মাটিতে ফেলে টিউব লাইট দিয়েও মারধর করা হয়। মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। বন্ধুরা অভিজিতের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করেন। এই ঘটনায় অভিজিতের পরিবারের লোকজন ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।