আমাদের মালদা ডিজিট্যাল

Mar 11, 2022

ব্রিজ থেকে মহানন্দায় ঝাঁপ এক ছাত্রীর!

ভরদুপুরে ব্রিজ থেকে মহানন্দায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা নবম শ্রেণির ছাত্রীর। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করেন। বর্তমানে ওই ছাত্রী মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়।

ওই ছাত্রীর নাম মিষ্টি ঝাঁ (১৪)। মিষ্টি পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে থাকে। তার বাবা বিএসএফ কর্মী। মিষ্টি কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর একটা নাগাদ স্কুলের পোশাক পরে মহানন্দা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয় ওই ছাত্রী। সেই সময় নদীতে স্নান করতে আসা কিছু মানুষ ওই ছাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যান। বর্তমানে ওই ছাত্রী অচৈতন্য অবস্থায় থাকলেও তার হেপাজত থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। কী কারণে ওই ছাত্রী এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

[ আরও খবরঃ পাঞ্জাবের পর কি আপের লক্ষ্য পশ্চিমবঙ্গ? ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন