আমাদের মালদা ডিজিট্যাল

Mar 4, 2019

কাচের জারে দেড় কেজি সাপের বিষ!

Updated: Mar 28, 2023

গোপনসূত্রে খবর পেয়ে বনদপ্তরকে সঙ্গে নিয়ে প্রায় দেড় কেজি সাপের বিষ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বিএসএফ৷ ধৃত ব্যক্তির নাম মহঃ ইসমাইল৷ বাড়ি পুখুরিয়া থানার উত্তর মহারাজপুর গ্রামে।

উদ্ধার হওয়া সাপের বিষ পাউডার ফর্মে একটি কাচের জারে রয়েছে৷

বিএসএফের কাছে গোপনসূত্রে খবর ছিল গাজোলের টোল প্লাজা সংলগ্ন এলাকায় সাপের বিষ হস্তান্তর হতে পারে৷ সেই খবরের ভিত্তিতেই বনদপ্তরকে সঙ্গে গাজোলের টোল প্লাজায় হানা দেয় বিএসএফ৷ সেখানে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফ৷ ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেপাজত থেকে কাচের জার ভরতি সাপের বিষ উদ্ধার হয়৷ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে৷ ধৃত ব্যক্তিকে আজ জেলা আদালতে তোলা হয়েছে৷

উদ্ধার হওয়া সাপের বিষ পাউডার ফর্মে একটি কাচের জারে রয়েছে৷ উদ্ধার হওয়া বিষকে টেস্টের জন্য পুনেতে পাঠানো হবে৷ এর আগেও একবার মালদা থেকে পাউডার ফর্মে সাপের বিষ উদ্ধার হয়েছে৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন