আমাদের মালদা ডিজিট্যাল

May 18, 2022

নিকাশির কাজ শুরু হল ইংরেজবাজারে

বর্ষার জল শহরে জমা রুখতে সংস্কারের কাজ শুরু করল ইংরেজবাজার পুরসভা। আজ দুপুরে পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল ও পুরসভার কর্মীদের উপস্থিতিতে রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় ড্রেন সংস্কারের কাজ শুরু হয়।

উল্লেখ্য, গত বছর বর্ষায় ইংরেজবাজার পুরসভার বেশিরভাগ ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছিল। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ দেখা গিয়েছিল পুরবাসীর মধ্যে। পুরসভার দায়িত্ব পেয়েই নিকাশি নালা পরিদর্শন শুরু করেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। আজ রবীন্দ্রভবন এলাকায় নিকাশি নালা সংস্কারের কাজ শুরু হয়।

পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল জানান, প্রতি বছর বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে তিন নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। তাই বর্ষা আসার আগেই ড্রেন সংস্কারের কাজ শুরু করা হয়েছে। এই রবীন্দ্রভবন এলাকা দিয়েই মালদা শহরের মালঞ্চপল্লী, কৃষ্ণপল্লী, বড়ো সাঁকো সহ একাধিক এলাকায় জল বের হয়। বিগত কয়েক বছর ধরে এই নিকাশি ব্যবস্থার সংস্কারের কাজ বন্ধ ছিল। বর্ষার জমা জল দ্রুত বের করার জন্য নিকাশি ব্যবস্থার সংস্কার করা হচ্ছে।

[ আরও খবরঃ উদ্বোধনের পরও তালা চাঁচল বাস ডিপোয়! বিক্ষোভ ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন