আমাদের মালদা ডিজিট্যাল

May 27, 2021

জাতীয় সড়কে বালি-পাথর, যানজটে ক্ষিপ্ত পথচারী

নির্মাণ কাজের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কে বালি-পাথর ফেলে যানজট সৃষ্টি করার অভিযোগ উঠল এক নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে যানজটে ব্যাপক সমস্যায় পড়ে সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের গাবগাছি এলাকায়।

সকাল থেকে যানজটে পড়ে একসময় ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। এলাকায় বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা ট্রাফিক পুলিশের কর্তারা। পরিস্থিতি বেগতিক দেখে নার্সিংহোম কর্তৃপক্ষ এলাকা থেকে চলে যায়। উল্লেখ্য, গাবগাছি এলাকায় একটি বেসরকারি হোটেলের বিপরীতে রয়েছে ওই নার্সিংহোমটি। সেখানেই নার্সিংহোমের আরও একটি নতুন ভবন তৈরি হচ্ছে। নতুন ভবন তৈরিতে ব্যবহৃত বালি-পাথর রাস্তার ওপরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। যদিও এনিয়ে ক্যামেরার সামনে মুখ দেখাতে রাজি হননি নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে ওই নির্মাণ সামগ্রী নার্সিংহোমের নয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

[ আরও খবরঃ হরিশ্চন্দ্রপুরে প্রকাশ্যে শুট আউট, মৃত যুবক ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন