আমাদের মালদা ডিজিট্যাল

Dec 1, 2021

বিকট শব্দের সাইলেন্সর! ধরপাকড় অভিযানে নামছে পুলিশ

সাধারণ মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের আয়োজন করল জেলা ট্রাফিক পুলিশ প্রশাসন। রথবাড়িতে সভামঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখার পর একটি মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশসুপার অলোক রাজোরিয়া, বিধায়ক রহিম বক্সী, বিভিন্ন স্কুলের পড়ুয়া সহ অন্যান্য অতিথিরা।

পুলিশসুপার জানান, শীতের মরশুমে দুর্ঘটনার সংখ্যা অনেকাংশে বেড়ে যায়। সেই কারণে আগামী দুইমাস পুলিশ প্রশাসন মানুষকে সচেতন করবে। বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও সচেতন করবে মানুষকে। কেউ যদি ট্রাফিক আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে পুলিশের এই অভিযান। পাশাপাশি মোটরবাইকে বিকট শব্দের সাইলেন্সর পাইপ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুধু সাইলেন্সর নয়, মোটরবাইক পর্যন্ত বাজেয়াপ্ত করা হতে পারে।

[ আরও খবরঃ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ ধৃত এক ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন