আমাদের মালদা ডিজিট্যাল

Jun 4, 2022

দম্পতিকে বেঁধে ডাকাতি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

বৃদ্ধ দম্পতিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল চাঁচলে। ঘটনার পর থেকে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচলের বাসিন্দা মণি সাহা ও তাঁর স্ত্রী গীতা সাহা। চাকরি সূত্রে ছেলে বাইরে থাকেন। অভিযোগ, শুক্রবার রাত দুটো নাগাদ ছয় জন সসস্ত্র ডাকাত দল বাড়ির সদর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বৃদ্ধ দম্পতিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দড়ি দিয়ে বেঁধে লুটপাট চালায়। বাড়ি থেকে ৬ ভরি সোনার গয়না ও লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় চাঁচল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ।

উল্লেখ্য, কিছু দিন আগে বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন মহানন্দপুরে হিমাংশু সাহার বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। তার কয়েক মাস আগে চাঁচল সদরে একটি বাণিজ্যিক অনলাইন মার্কেটিং সংস্থায় ডাকাতির ঘটনা ঘটেছিল। এরপর গতকাল রাতের ডাকাতির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

[ আরও খবরঃ মাধ্যমিকে দ্বিতীয় মালদার কৌশিকী, চতুর্থ অভিষেক ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন