আমাদের মালদা ডিজিট্যাল

Jul 25, 2019

মহানন্দা ফুঁসছে, শাকমোহনে রাজ্য সড়কে ধস

Updated: Sep 9, 2020

মহানন্দার জলস্তরের বিপদসীমা ২১ মিটার।

গত দুদিনের বৃষ্টিতে জলস্তর এখন পৌঁছেছে ২০.৫৬ মিটারে। মহানন্দার এই জলস্তর বৃদ্ধিতে মঙ্গলবাড়ি-কালুয়াদিঘি রাজ্য সড়কের রাস্তার একাংশ কেটে গিয়েছে৷ অবিলম্বে রাস্তা মেরামতির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা সহ পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যানও৷ রাস্তা মেরামতির কাজ না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আশঙ্কা করছেন এলাকাবাসীরা৷

মহানন্দার জলস্তর বৃদ্ধিতে প্রভাব পড়েছে নদীতীরের রাস্তাগুলিতেও৷ আজ সকালে হঠাৎ মঙ্গলবাড়ি-কালুয়াদিঘি রাজ্য সড়কে শাকমোহন এলাকায় রাস্তায় ধস নেমে যায়৷ যে কোনও মুহূর্তে বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা৷ রাস্তার মেরামতির জন্য কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবাড়ি-কালুয়াদিঘি রাজ্য সড়কের একাংশ কেটে গিয়েছে৷ বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে এই রাস্তা৷ শুধু তাই নয়, মহানন্দার জল বৃদ্ধি পাওয়ায় নদীর তীরে রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে৷ বড়ো গাড়ি চলাচল করলে যে-কোনও সময় রাস্তা পুরো কেটে যেতে পারে৷ প্রশাসনের তরফ থেকে শুধুমাত্র কয়েকটি বস্তা ফেলা হয়েছে৷ আর কোনও কাজ হয়নি৷

পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, গত দুদিনের জেলায় প্রবল বৃষ্টি হয়েছে৷ মহানন্দার জলস্তর বৃদ্ধি ও প্রবল বৃষ্টিতে শাকমোহন এলাকায় মঙ্গলবাড়ি-কালুয়াদিঘি রাজ্য সড়কের অনেকটা কেটে গিয়েছে৷ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম৷ আমরা পিডব্লিউডি কর্তৃপক্ষকে রাস্তা মেরামতির জন্য আবেদন জানিয়েছি৷ যদি রাস্তার মেরামতি না হয় তবে আগামী দিনে পুরো রাস্তাটা কেটে যেতে পারে৷