Nov 27, 2019

রাস্তায় কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ফিরিয়ে দিলেন সিভিক ভলান্টিয়ার

সততার নজির গড়লেন মালদা শহরের এক সিভিক ভলান্টিয়ার। মঙ্গলবার রাতে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি মানিব্যাগ ফিরিয়ে দিলেন মালিককে।

মঙ্গলবার মালদা শহরের ব্যস্ততম এলাকা পোস্ট অফিস মোড়ে ট্রাফিকের ডিউটিতে যোগ দেন দিবাকর মণ্ডল নামে এক সিভিক ভলান্টিয়ার। ডিউটি করার সময় রাস্তায় একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। প্রায় ২ হাজার টাকা, দুটি এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজ ছিল ওই মানিব্যাগে। ম্যানিব্যাগে থাকা ফোন নম্বরে ফোন করেন তিনি। মালদা শহরের বাঁশবাড়ি এলাকার বাসিন্দা অর্ঘ্যদীপ বসাক ওই সিভিক ভলান্টিয়ারের ফোন পেয়ে আইডি প্রুফ নিয়ে পোস্ট অফিস মোড়ে আসেন। অর্ঘ্যদীপের পরিচয়পত্র দেখে তাঁকে মানিব্যাগ ফিরিয়ে দেন দিবাকর।

দিবাকর ইংরেজবাজারের ৫২ বিঘা এলাকার বাসিন্দা। তাঁর পরিবারের বাবা-মা-স্ত্রী-পুত্র সকলের একমাত্র ভরসা তিনি। তবে আর্থিক অভাব তাঁর মধ্যে সততার চিড় ধরাতে পারেনি। গতকালের ঘটনা তারই উদাহরণ।