আমাদের মালদা ডিজিট্যাল

Apr 22, 2019

লোকসভা নির্বাচনে পুলিশি পদক্ষেপ

Updated: Sep 18, 2020

জেলার বিভিন্ন জায়গায় ৫০টি নাকা চেক পোস্ট বানানো হয়েছে যেখানে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছে। এছাড়া আপৎকালীন অবস্থা মোকাবিলার জন্য ৩৮টি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২৬ লক্ষ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সরকারি সস্পত্তি থেকে ১৯,৮৮৫টি ও বেসরকারি সম্পত্তি থেকে ৪,৮৪৯ টি বিভিন্ন দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছে।

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জন্য ইতিমধ্যে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে ১,৭২০টি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বিভিন্ন থানায় জমা করা হয়েছে ও পাঁচটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৪৯টি বিভিন্ন অস্ত্র, ৩০৮টি কার্তুজ ও ১১টি বোমা উদ্ধার করা হয়েছে। সিআরপিসি আইন অনুযায়ী জেলায় মোট ৫৪১টি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে সিআরপিসি ধারায় ১,৯৭০ ব্যক্তিকে ও জামিন অযোগ্য অপরাধ সংক্রান্ত মামলায় ২,০৮১ জনকে গ্রেফতার করা হয়েছে জেলা থেকে। মোট ৭টি রাজনৈতিক সংঘর্ষের খবর এসেছে এবং এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন। জেলা প্রশাসন সূত্রে এই খবর জানানো হয়েছে।