আমাদের মালদা ডিজিট্যাল

Apr 4, 2019

অংক কষে দক্ষিণে প্রার্থী দেওয়া হয়নিঃ বিমান বসু

Updated: Sep 18, 2020

উত্তর মালদা কেন্দ্রের বাম সমর্থিত সিপিএম প্রার্থী বিশ্বনাথ ঘোষের সমর্থনে এদিন প্রচারে আসেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু৷ওল্ড মালদার রায়পুর থেকে শুরু হওয়া তাঁর এই প্রচার কর্মসূচি হবিবপুরের একাধিক এলাকাতেও অনুষ্ঠিত হয় তাঁর সঙ্গে ছিলেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব৷ কখনও পায়ে হেঁটে, কখনও আবার গাড়িতে চেপে এদিন প্রচার চালান তিনি৷

তৃণমূল ও বিজেপিকে যে হারাতে পারবে, তারই সমর্থনে প্রচার করবেন তাঁদের কর্মীরাঃ বিমান

দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট কেন প্রার্থী দেয়নি তা নিয়ে প্রশ্ন করা হলে বিমানবাবুর সাফ জবাব, রাজনৈতিক অংক কষেই সেখানে প্রার্থী দেওয়া হয়নি৷ ওই কেন্দ্রে তৃণমূল ও বিজেপিকে যে হারাতে পারবে, তারই সমর্থনে প্রচার করবেন তাঁদের কর্মীরা৷ কংগ্রেসের সঙ্গে জোটের প্রসঙ্গ উঠতেই বিমানবাবু বলে ওঠেন, বামফ্রন্ট কারোর সঙ্গে জোট করে না, ঘোঁট করে না৷ শুধুমাত্র আসন সমঝোতা করে৷ আর রাজ্যে বামফ্রন্টের ফল কেমন হবে তা নিয়ে এখনই কোনও মন্তব্য করা অর্বাচীনের মতো৷ এছাড়াও তিনি বলেন, উত্তর মালদা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে আজ তিনি প্রচার করছেন এবং প্রচারে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে৷