আমাদের মালদা ডিজিট্যাল

Apr 16, 2019

তৃণমূলের হার্মাদরা পরিষ্কার জানিয়েছে ভোট করতে দেবে নাঃ শ্রীরূপা

Updated: Sep 17, 2020

তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করলেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি৷ আজ নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ জানাচ্ছেন বলে জানান তাঁরা।

শ্রীরূপা মিত্র জানালেন, আজ প্রচারে তাঁরা সকাল সাড়ে ১০টা নাগাদ ইংরেজবাজার থানার বাগবাড়ি খোয়ার মোড়ে পৌঁছন৷ তারপর বেশ কিছু তৃণমূল দলের গুণ্ডা তাঁদের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালায়৷ তাঁদের দলের যুব মোর্চার সভাপতি প্রদীপ মণ্ডল ও মহিলা মোর্চা ও যুব মোর্চার সঙ্গে যুক্ত সুতপাদির ওপরেও আক্রমণ হয়৷ হামলা চালানো হয় সেখানকার মণ্ডল সভাপতি উত্তমদার উপরেও৷

নেত্রীর সন্দেহ, ভোটে এই এলাকায় রিগিং হবে, ভোটকেন্দ্র লুঠ হবে৷

আরও বললেন, এরপর তাঁরা ইংরেজবাজার থানার আইসিকে ফোন করেন৷ থানার দূরত্ব সামান্য হলেও খবর দেওয়ার ৪৫ মিনিট পর ইংরেজবাজার থানা থেকে পুলিশ আসে এলাকায়৷ ঘটনাস্থল থেকে তাঁরা একপ্রকার পালিয়ে সংখ্যালঘু বস্তিতে যান৷ সেখানকার সংখ্যালঘু মহিলারা তাঁর হাত ধরে বলেন, এখানে না আছে রাস্তা, না আছে জল। কিন্তু এই লোকেরা কোনও নেতাকে এলাকায় ঢুকতে দেয় না৷ কারণ, মহিলাদের প্রতিবাদ কোনও নেতার নজরে আনতে চায় না৷ তাঁরা জানতে পারে বাবর শেখ ও সাবির শেখের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে৷ তাদের পিছনে বহু মানুষ ছিল৷ তাঁর গাড়ি, কনভয় ও পদযাত্রা আটকে দেওয়া হয়৷ বাবর ও সাবির সেখানকার তৃণমূল মহিলা পঞ্চায়েত সদস্যাদের আত্মীয়৷

শ্রীরূপা মিত্র চৌধু্রি এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ সেখানকার তৃণমূলের হার্মাদরা আজ তাঁদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, সেখানে তারা ভোট করতে দেবে না৷ নেত্রীর সন্দেহ, ভোটে এই এলাকায় রিগিং হবে, ভোটকেন্দ্র লুঠ হবে৷ গোটা ঘটনা নিয়ে আমরা নির্বাচন কমিশন নিযুক্ত অবজারভারকেও অভিযোগ জানাব৷