আমাদের মালদা ডিজিট্যাল

Jul 29, 2019

দার্জিলিং মেলে মানব পাচার রুখে দিল রেল পুলিশ

Updated: Sep 25, 2020

দার্জিলিং জেলার লিগ্যাল এইড ফোরামের তৎপরতায় মানব পাচার রুখল মালদা স্টেশন জিআরপি থানার পুলিশ। গতকাল রাতে ডাউন দার্জিলিং মেলের সংরক্ষিত কামরা থেকে তিনজনকে আটক করে জিআরপি থানার পুলিশ।

গতকাল রাতে মালদা স্টেশন জিআরপি থানার পুলিশ খবর পায়, ডাউন দার্জিলিং মেলে দুই কিশোরকে পাচারের চেষ্টা চলছে। সেই অনুযায়ী তৈরি ছিল জিআরপি থানার পুলিশ। ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই তল্লাশি চালিয়ে এক যুবক সহ দুই নাবালককে আটক করে পুলিশ। ধৃত যুবকের নাম মীরা কুমারী। তারা নেপালের মুরাং জেলায় থাকেন। ধৃতের হেপাজত থেকে একটি পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে জিআরপি পুলিশ। পুলিশি জেরায় মীরা জানায়, তারা তিনজন কলকাতায় ঘুরতে যাচ্ছিল।

দার্জিলিং জেলার লিগ্যাল এইড ফোরামের সম্পাদক জানান, ট্রেনে তিনজনকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁর সন্দেহ হয়। তিনি দার্জিলিং থানায় সমস্ত বিষয় ফোন করে জানান। দার্জিলিং পুলিশের তরফ থেকে মালদা জিআরপিকে খবর দেওয়া হলে, জিআরপি ওই তিনজনকে আটক করেছে। ধৃত যুবক যদি মানব পাচারের সঙ্গে জড়িত থাকে, তবে মানব পাচার চক্রের বড়ো পাণ্ডার হদিশ পাওয়া যেতে পারে।