আমাদের মালদা ডিজিট্যাল

Nov 22, 2017

মহানন্দায় ঘাট মাফিয়াদের দৌরাত্ম্য

Updated: Feb 25, 2023

জেলা পরিষদ থেকে লিজ নেওয়া নদীর ঘাট দখল করে বেআইনিভাবে নৌকার খেয়া পারাপারের অভিযোগ উঠলো একদল ঘাট মাফিয়ার বিরুদ্ধে। আইনিভাবে এই ঘাট দিয়ে খেয়া চলাচলের ঠিকা নেওয়া ব্যক্তিরা থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে ঠিকাদাররা মালদা জেলা পরিষদ ও পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।

মালদা থানার মহিষবাথানী থেকে শুরু করে পুখুরিয়া থানার পীরগঞ্জ পর্যন্ত মহানন্দা নদীর ঘাটের খেয়া নৌকা চলাচলের জন্য আইনিভাবে ঠিকা পায় রাব্বুল হক ও আসারুদ্দিন শেখ। অভিযোগ তাদের খেয়া নৌকা চালাতে না দিয়ে বেআইনিভাবে এই ঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে খেয়া নৌকা পারাপার করাচ্ছে একদল ঘাট মাফিয়া। এই বিষয় নিয়ে দুই ঠিকাদার মালদা থানা ও পুখুরিয়া থানার দ্বারস্থ হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না, উল্টে তাদের হুমকি দিচ্ছে ওই ঘাট মাফিয়ারা বলে অভিযোগ করেছেন ঘাটের লিজ পাওয়া দুই ঠিকাদার। বাধ্য হয়ে তারা জেলার পুলিশ সুপার, জেলাশাসক ও মালদা জেলা পরিষদের দ্বারস্থ হয়েছেন। এই বিষয়ে মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল বলেন যে এভাবে খেয়া নৌকা পারাপার করা সম্পূর্ণ বেআইনি। তবে জেলা পরিষদ পুলিশ মারফত এই বিষয়ে যথাযোগ্য আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।