আমাদের মালদা ডিজিট্যাল

Jan 7, 2020

ভারত বন্‌ধের সমর্থনে মিছিল জেলায়

Updated: Dec 8, 2020

১৭টি গণ সংগঠনের ডাকে সারা ভারত ধর্মঘট আগামীকাল বুধবারের ভারত বন্‌ধকে সমর্থন জানিয়ে মিছিল করল অল ইন্ডিয়া লয়ারস্ ইউনিয়নের মালদা শাখা সংগঠনের সদস্যরা। মঙ্গলবার দুপুরে মালদা জেলা আদালত চত্বর থেকে সংগঠনের আইনজীবীরা বন্‌ধের সমর্থনে মিছিল করে শহর পরিক্রমা করেন। এনআরসি এবং সিএএ'র প্রতিবাদে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে ওই সংগঠনের সদস্যরা।

অল ইন্ডিয়া লয়ারস্ ইউনিয়নের মালদা শাখা সংগঠনের এক সদস্য দীপক ব্যানার্জি বলেন, এনআরসি করে অসমের ১৩ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তাতে ৩০ হাজার হিন্দুর মৃত্যু হয়েছে। জাতির ভিত্তিতে এনআরসি এবং সিএএ হতে দেওয়া যাবে না। তাই বুধবারের বন্‌ধকে সফল করতেই এই মিছিল।

অন্যদিকে এদিন হবিবপুর ব্লকে আইহো বাজারে ধর্মঘট সফল করতে মিছিল হয়। এই মিছিল সিপিএম পার্টি অফিস থেকে শুরু হয় এবং গোটা বাজার পরিক্রমা করে। সারা ভারত খেতমজুর ইউনিয়নের হবিবপুর ব্লক কমিটির পক্ষে অঞ্জন সিংহ বলেন, কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী আইন ও নাগরিকত্ব হরণ করার চক্রান্তের প্রতিবাদে ১৭টি গণ সংগঠনের ডাকে সারা ভারত ধর্মঘট পালন করা হবে আগামীকাল।