আমাদের মালদা ডিজিট্যাল

Jun 25, 2022

গনিখান চৌধুরির নামে রেল পার্কের দাবি, বিক্ষোভ

মালদা রেল পার্কের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের। শনিবার সকালে মালদা টাউন স্টেশন সংলগ্ন রেলওয়ে পার্কের গেটের বিক্ষোভ দেখান ছাত্র পরিষদের কর্মীরা।

ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষ বলেন, আশির দশকে তৎকালীন রেলমন্ত্রী গনিখান চৌধুরির উদ্যোগে এই রেলওয়ে পার্ক তৈরি হয়েছিল। রেল পার্কের নাম হোসেন শাহ পার্ক বলে ঘোষণা করেছিলেন গনিখান। কিন্তু কিছুদিন আগে মালদা রেলওয়ে ডিভিশন কর্তৃপক্ষ এই পার্কের নাম পরিবর্তন করে দিয়েছে। এটা মালদার রূপকার গণিখানকে অপমানিত করা। এর প্রতিবাদে তাঁদের এই বিক্ষোভ। তাঁদের দাবি, এই রেলওয়ে পার্কের নাম এবিএ গনিখান চৌধুরির নামে করতে হবে। অথবা আগে যে নাম ছিল সে নামেই বহাল রাখতে হবে। বিষয়টি তাঁরা রেলওয়ে কর্তৃপক্ষকে জানাবেন। প্রয়োজনে তাঁরা বৃহত্তর আন্দোলন করবেন।

[ আরও খবরঃ অনলাইনে টেলিমেডিসিন পরিসেবা চলছে মালদা মেডিকেলে ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন