আমাদের মালদা ডিজিট্যাল

Jul 29, 2021

অপসারিত ধরমপুর গ্রামপঞ্চায়েতের প্রধান

দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে মানিকচকের ধরমপুর গ্রামপঞ্চায়েতে প্রধানকে অপসারিত করা হল। বৃহস্পতিবার কড়া পুলিশি ঘেরাটোপের মধ্য দিয়ে ব্লক আধিকারিকদের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

উল্লেখ্য, মানিকচকের ধরমপুর গ্রামপঞ্চায়েতে সাতটি আসন রয়েছে। পঞ্চায়েত প্রধান নাহারুল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে দলেরই চার সদস্য। আজ দুপুরে গ্রামপঞ্চায়েত ভবনে অনাস্থার তলবি সভা ডাকা হয় ব্লক প্রশাসনের তরফে। প্রধান সহ তিন সদস্য অনুপস্থিত থাকলেও অনাস্থা ডাকা চার সদস্য উপস্থিত ছিলেন এই সভায়। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে সভায় গৃহীত হয় প্রধানের অপসারণের প্রস্তাব।

পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান বলাই সাহা জানান, প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল সংখ্যাগরিষ্ঠ সদস্য সম্মতিতে। আজ অনাস্থা সভার মধ্যে দিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে। প্রধান পঞ্চায়েতের বিভিন্ন টেন্ডারে সদস্যদের অন্ধকারে রেখেই একনায়কতন্ত্র চালিয়েছেন। তাই দলীয় প্রধান হলেও তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে।

[ আরও খবরঃ প্রাথমিক শিক্ষা সংসদের সামনে টেট উত্তীর্ণদের বিক্ষোভ ]

আরেক সদস্য রবিউল ইসলাম জানান, দলের প্রধান হলেও কোনোরকমভাবেই দলের সদস্যদের সাথে নিয়ে চলেননি তিনি। অঞ্চল নেতৃত্বকে জানিয়ে এই অনাস্থা আনা হয়েছে। আগামী দিনের সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নতুন প্রধান গঠন হবে ধরমপুর গ্রামপঞ্চায়েতে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন