আমাদের মালদা ডিজিট্যাল

May 26, 2018

দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল

Updated: Nov 18, 2020

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার দুপুরে এক প্রতিবাদ মিছিল ইংরেজবাজার পুরসভার সামনে থেকে আরম্ভ হয়ে সারা শহর পরিক্রমা করে নেতাজী মূর্তির পাদদেশে এসে সমাপ্ত হয়। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্লান ভাদুড়ি সহ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস, ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর চৈতালি সরকার, সুমালা আগরওয়ালা, জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্য প্রতিভা সিংহ সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত তৃণমূল কংগ্রেসের যুব সমর্থকরা।

জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্লান ভাদুড়ি অভিযোগ করে জানান, যে যেভাবে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের আমলে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমিয়েছে তার ফলে সাধারণ মানুষের জীবনযাপন করা দুঃসহ হয়ে উঠেছে। অবিলম্বে-এর প্রতিকার না হলে তাঁরা পরবর্তীতে দীর্ঘস্থায়ী আন্দোলনে সামিল হবে।