আমাদের মালদা ডিজিট্যাল

Jun 5, 2018

বিজয়ী প্রার্থীদের কড়া বার্তা শুভেন্দুর

Updated: Mar 9, 2023

বিজয়ী প্রার্থীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে গেলেন তৃণমূলের মালদা জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘৫ জন সদস্যকে সরিয়ে রাখলাম৷ ২ জন অন্য সদস্যের সঙ্গে বোঝাপড়া করে প্রধান করে নিলাম৷ এটা করতে গেলে যেমন আড়াই দিনের জন্য ইয়েদুরিয়াপ্পা মুখ্যমন্ত্রী হয়েছিল, দলের হুইপের বাইরে গেলে একই জিনিস হবে৷ কেউ একদিন বা দু’দিনের বেশি থাকতে পারবে না৷ তার কারণ, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় ওপেন ব্যালটে ভোট হয়৷ ব্যালটের পিছনে সদস্য বা সদস্যার নাম লিখে দিতে হয়৷ আর দলের হুইপ সদস্য ও সদস্যাদের সঙ্গে বিডিও, এসডিও ও জেলাশাসকের কাছে পাঠানো হয়৷ সুতরাং যাঁরা জোড়াফুল চিহ্নে জিতেছেন, তাঁরা দলের হুইপ উপেক্ষা করলে তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা হবে৷ তাতে তাঁদের সদস্যপদই বাতিল হয়ে যাবে সঙ্গে তাঁদের দল থেকেও বহিষ্কার করা হবে৷’

এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দুবাবু বলেন, মালদার ৩৭টি জেলাপরিষদ আসনের মধ্যে ২৯টিতে তাঁরা জিতেছেন৷ ১৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২টি তাঁদের দখলে এসেছে৷ বাকি দুটি ত্রিশঙ্কু পঞ্চায়েত সমিতিতেও তাঁরাই বোর্ড গড়বেন৷ ইতিমধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের ৭০ শতাংশ তাঁদের কবজায়৷ বাকি ২০ শতাংশও তাঁদের কবজায় চলে আসবে৷ এবার পঞ্চায়েত ভোটে এই জেলায় দলের ফলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হয়েছেন৷ তবে এই ফলে তাঁদের দায়িত্বও অনেক বেড়ে গিয়েছে৷ আগামীতে উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়া হবে এই জেলায়৷ উন্নয়ন দেখে মানুষ স্বতস্ফুর্তভাবে তৃণমূলকে কাছে টেনে নেবেন৷

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু জানান, বিরোধী শিবিরের অনেক রথী মহারথী ইতিমধ্যে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন৷ তবে তিনি এই মুহূর্তে তাঁদের নাম প্রকাশে অনিচ্ছুক৷ শুভেন্দুবাবু আরও বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই জেলায় তাঁরা ১৮ শতাংশ ভোট পেয়েছিলেন৷ গত বিধানসভা নির্বাচনে পেয়েছিলেন ৩০ শতাংশ ভোট৷ এবারের পঞ্চায়েত নির্বাচনে তাঁরা ৪৪.৬৭ শতাংশ ভোট পেয়েছেন৷ এই জেলায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যই এই ফল সম্ভব হয়েছে৷ ইংরেজবাজারে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ও নীহাররঞ্জন ঘোষের বিরোধ সর্বজনবিদিত৷ তাঁরা হয়তো হাতে হাত ধরে নির্বাচনি ময়দানে নামেননি, কিন্তু দু’জনেই দলীয় প্রার্থীদের জেতাতে মাঠে নেমেছিলেন৷ তাঁর চ্যালেঞ্জ, আগামী লোকসভা নির্বাচনে তাঁরা এই জেলার দুটি আসনে ৫৫ শতাংশের বেশি ভোট পাবেন৷ দুই কেন্দ্র থেকেই তাঁদের সাংসদ নির্বাচিত হবেন৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ফাইল চিত্র।