আমাদের মালদা ডিজিট্যাল

Jun 29, 2019

সরকারি পয়সায় তৃণমূলের প্রচার! কটাক্ষ বিজেপি’র

Updated: Aug 17, 2020

বিজেপি’র জয় শ্রী রামের পালটা স্লোগান জয় হিন্দ জয় বাংলা। তৃণমূল সুপ্রিমোর ঘোষণার পরেই সরকারিভাবে তৃণমূলের স্লোগানের প্রচার শুরু হয়েছে জেলা জুড়ে। ইতিমধ্যে শহরে ছেয়ে গিয়েছে একাধিক ফ্লেক্স ব্যানার। রাজ্য সরকারের এই প্রচারের বিরুদ্ধে সরব হয়েছে জেলা বিজেপি কর্তৃপক্ষ।

সরকারি পয়সায় তৃণমূলের প্রচার! কটাক্ষ বিজেপি’র

শহরের বেশ কয়েকটি জায়গায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে মনীষীর ছবি দেওয়া জয় হিন্দ, জয় বাংলা স্লোগান দেওয়া ফ্লেক্স ব্যানার লাগানো হয়েছে। তৃণমূলের প্রচার সরকারি পয়সায় করা হচ্ছে এমনটাই অভিযোগ তুলেছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি’র জেলা সভাপতি সঞ্জিৎ মিশ্র জানান, মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম স্লোগানের পালটা হিসাবে জয় হিন্দ ও জয় বাংলা স্লোগান ব্যবহার করছেন৷ প্রশ্ন হচ্ছে, দিদি যদি সামান্যতম নৈতিকতার ধার ধারতেন, তাহলে তিনি দলীয় স্লোগানকে সরকারি স্লোগানে পরিণত করতেন না৷ দিদি জয় শ্রী রামের পরিবর্তে জয় বাংলা ও জয় হিন্দ বলার জন্য সবাইকে আহ্বান করছেন৷ জয় হিন্দ বলতে আমাদের আপত্তি নেই। কিন্তু জয় বাংলা আমাদের নয়, বাংলাদেশের স্লোগান। এই স্লোগান ব্যবহার করে দিদি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করতে চাইছেন। (#JoyBangla)