আমাদের মালদা ডিজিট্যাল

Jun 6, 2019

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Updated: Aug 17, 2020

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার জাজইলের জিয়াকান্দর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আহত বিজেপি কর্মীর নাম বিদ্যাসাগর চৌধুরি (২৬)। আহতর ভাই জানান, লোকসভা নির্বাচনে ওই এলাকায় বিজেপির হয়ে কাজ করেছিল তাঁদের পরিবারের সদস্যরা। এরপর থেকেই তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছিল স্থানীয় তৃণমূল কর্মী যোগেন্দর চৌধুরি ও তার দলবল। এর আগেও তাঁদেরকে হেনস্থা করেছে। গতকাল রাতে সে ও তাঁর দাদা বাজার থেকে বাড়ি ফিরছিল। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে খুনের চেষ্টা করে তৃণমূলের সমর্থকরা। চিৎকার-চেঁচ্যামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে দাদাকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকরা।